অস্বাভাবিকভাবে বাড়ছে ইউসুফ ফ্লাওয়ার মিলসের শেয়ারদর

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বল্প মূলধনি কোম্পানিগুলোর প্লাটফর্ম এসএমই মার্কেটে তালিকাভুক্ত ইউসুফ ফ্লাওয়ার মিলস লিমিটেডের শেয়ারদর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে খাদ্য আনুষঙ্গিক খাতের কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ১০ নভেম্বরের পর থকেই টানা ঊর্ধ্বমুখী রয়েছে ইউসুফ ফ্লাওয়ার মিলসের শেয়ারদর। এর মধ্যে ১১ ডিসেম্বর একই দিনেরই কোম্পানিটির শেয়ারদর ২৬ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ৫৯৪ টাকা ৪০ পয়সায় দাঁড়ায়। এর পরও কোম্পানিটির দর বৃদ্ধি থেমে নেই। সর্বশেষ গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে হাজার ৬২২ টাকা ৫০ পয়সায়। সে হিসাবে মাত্র ২৪ কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে হাজার ৫৯৬ টাকা ৪০ পয়সা।  সাম্প্রতিক সময়ের মধ্যে গত ডিসেম্বর কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ৯০টি শেয়ার লেনদেন হয়। গতকাল কোম্পানিটির কোনো শেয়ার লেনদেন হয়নি।

গত বছরের ৩০ সেপ্টেম্বর ওটিসি থেকে ফেরত চার কোম্পানিসহ মোট ছয় কোম্পানি নিয়ে ডিএসইর এসএমই প্লাটফর্মের যাত্রা শুরু হয়। ওটিসি থেকে ফেরা কোম্পানিগুলো হলো অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস, ওয়ান্ডারল্যান্ড টয়েস, হিমাদ্রি লিমিটেড বেঙ্গল বিস্কুট লিমিটেড। ওটিসি থেকে ফেরা পঞ্চম কোম্পানি হিসেবে চলতি বছরের ২৮ জুলাই ২৬ টাকা ১০ পয়সায় এসএমই মার্কেটে লেনদেন শুরু করে ইউসুফ ফ্লাওয়ার মিলস। সেখান থেকে ১০ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারদর অপরিবর্তিত ছিল। এর পর থেকেই অস্বাভাবিকভাবে বাড়ছে কোম্পানিটির শেয়ারদর।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন