হামদুল ও তার নিকটাত্মীয়দের ২৬ কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্লেসমেন্ট শেয়ার কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্টতার কারণে মার্চেন্ট ব্যাংক বাংকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ হামদুল ইসলাম তার পাঁচ নিকটাত্মীয়কে ২৬ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পাশাপাশি হামদুল ইসলামকে পাঁচ বছরের জন্য পুঁজিবাজার-সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া তার নিকটাত্মীয়দের জরিমানার অর্থ পরিশোধ না করা পর্যন্ত বিও হিসাব থেকে অর্থ উত্তোলন লিংক হিসাবের মাধ্যমে শেয়ার স্থানান্তর বন্ধ রাখারও সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গত নভেম্বর মাসে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত অনুসারে, চার কোম্পানির প্লেসমেন্ট শেয়ার কেলেঙ্কারিতে সম্পৃক্ততা পাওয়ায় মোহাম্মদ হামদুল ইসলামকে ১০ কোটি টাকা, তার স্ত্রী শাহীদা আরাবীকে কোটি টাকা, বড় ভাই সাইফুল ইসলাম হেলালিকে কোটি টাকা, বোন হোসনে আরাকে কোটি টাকা, বোনের স্বামী এমদাদুল হককে কোটি টাকা এবং শ্বশুর আব্দুস সুলতানকে কোটি টাকা জরিমানা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন