
বিশ্বকাপের উন্মাদনায় ফুটবলপ্রেমীদের আনন্দ আরো বাড়াতে বিকাশের আয়োজনে শুরু হয়েছে ই-ফুটবল গেমিং শো ‘বিশ্বকাপ গেমারু’। ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ‘ই-স্পোর্টস ফিফা’
অনলাইন গেমটি হ্যাশট্যাগসহ লাইভ স্ট্রিম করে সর্বাধিক রিঅ্যাকশনের ভিত্তিতে নির্বাচিতরা স্টুডিওতে তারকাদের উপস্থিতিতে গেম খেলে জিততে পারছেন ৫ হাজার টাকা।
সর্বাধিক রিঅ্যাকশন পাওয়া খেলোয়াড়দের বিকাশ ‘বিশ্বকাপ গেমারু’
শোতে আসার জন্য নির্বাচিত করছেন মাহাদী, দিঘী, খাইরুল বাসার, সালহা খানম নাদিয়া, ইরেশ যাকের, নাদিয়া মিম, চাষী নজরুলসহ জনপ্রিয় তারকারা। প্রিয় দলের হয়ে খেলছেন নির্বাচিত গেমাররা। তাদের টিমে থাকছেন একজন করে তারকা, যিনি ম্যানেজার হিসেবে নির্দেশনা ও উৎসাহ দিচ্ছেন গেমারকে। এছাড়া দুজন করে ধারাভাষ্যকার থাকছেন এ গেমিং শোতে। প্রতিটি গেমিং শোতে বিজয়ী পাচ্ছেন ৫ হাজার টাকা। অন্য অংশগ্রহণকারীরা পাচ্ছেন ২ হাজার টাকা পুরস্কার। পুরস্কারের অর্থ তাত্ক্ষণিক অংশগ্রহণকারীর বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। বিশ্বকাপজুড়ে উত্তেজনাপূর্ণ ম্যাচগুলোকে কেন্দ্র করে আয়োজিত হবে এ গেমিং শো। বিকাশের অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে জমজমাট ম্যাচগুলো উপভোগ করতে পারবেন ই-স্পোর্টস ভক্তরা। —বিজ্ঞপ্তি