পারিশ্রমিক নিশ্চিত করবে বেন অ্যাফ্লেক ও ম্যাট ডেমনের সংস্থা

বণিক বার্তা অনলাইন

বেন অ্যাফ্লেক ও ম্যাট ডেমন

ওটিটির উত্থানের যুগে এই প্লাটফর্মের হিসাবনিকাশ নিয়ে অসন্তুষ্ট তারকা পরিচালকরা অল্প ব্যতিক্রম ছাড়া ব্যবসাসফল সিনেমার লভ্যাংশ থেকে ভাগ না দেয়া নিয়মিত চর্চায় পরিণত হয়েছে তারকাদের পাশাপাশি বিষয়টি নিয়ে সরব চিত্রনাট্যকাররাও খবর নিউইয়র্ক টাইমস

সেই সমালোচনার প্রতিক্রিয়ায় নতুন উদ্যোগ নিয়েছেন বেন অ্যাফ্লেক ম্যাট ডেমন পারিশ্রমিক ও লভ্যাংশের ভিত্তিতে শুরু করতে যাচ্ছেনআর্টিস্টস ইকুইটি নামে প্রযোজনা প্রতিষ্ঠান

বেন অ্যাফ্লেক ম্যাট ডেমনের বন্ধুত্ব হলিউড ভক্তদের অজানা নয় তারা একসঙ্গে নানা ভূমিকায় কাজও করেছেন এখন আর্টিস্টস ইকুইটি প্রতিষ্ঠায় সম্মত হয়েছেন এর মধ্যে বিনিয়োগকারী প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স ১০ কোটি ডলার লগ্নি করেছে

অ্যাফ্লেক ডেমন ঘোষণা করেছেন, তারা চলচ্চিত্রে লাভের একটা অংশ সংশ্লিষ্ট নির্মাতা কলাকুশলীদের জন্য বরাদ্দ রাখবেন

সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যাফ্লেক জানান, শুধুই লেখক, পরিচালক কিংবা তারকা নন; সিনেমাটোগ্রাফার, এডিটর, কস্টিউম ডিজাইনার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শিল্পীরাও পারিশ্রমিক কম পাচ্ছে আমি জানি শিল্পীরা কেমন স্বাধীনতা চায় এবং কীভাবে তাদের আরো শক্তিশালী করা যেতে পারে

এদিকে ম্যাট ডেমনও চলচ্চিত্র নির্মাণের পথে সৃজনশীল ক্ষমতার স্বীকৃতি দেয়ার কথা জানান কাজের মালিকানা দেয়ার ঘোষণা করেন প্রতিষ্ঠিত কিংবা উদীয়মান নির্মাতাদের

দুই তারকা বলেন, দক্ষ শিল্পীদের জন্য প্রণোদনা ক্যামেরার পেছনে কাজ করা শিল্পীদের কথা মাথায় রেখেই এই প্রতিষ্ঠানের যাত্রা

চলচ্চিত্র জগতে তিন দশক ধরে পদচারণা করছেন তাদের বেন অ্যাফ্লেক দুটি ম্যাট ডেমন একটি একাডেমি অ্যাওয়ার্ড জিতেছেন তাদের উদ্যোগকে হলিউড চলচ্চিত্রে ভালো লক্ষণ হিসেবেই মনে করছে বোদ্ধারা

বিনিয়োগকারী প্রতিষ্ঠান রেডবার্ড প্রতিষ্ঠাতা গ্যারি কার্ডিনাল আগে  গোল্ডম্যান স্যাক্সের প্রধান ছিলেন আর্টিস্টস ইকুইটিতে বিনিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখতে চান তিনি

আগামী বছর তিনটি সিনেমা মুক্তি দেয়ার জন্য কাজ করছে আর্টিস্টস ইকুইটি এরপর থেকে বছরে মুক্তির লক্ষ্যমাত্রা পাঁচটি সিনেমা 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন