ইউসুফ ফ্লাওয়ার মিলস

একদিনেই শেয়ারদর ২৬ টাকা থেকে ২ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

ডিএসইর স্বল্প মূলধনি কোম্পানিগুলোর প্লাটফর্ম এসএমই মার্কেটের কোম্পানি ইউসুফ ফ্লাওয়ার মিলসের শেয়ারদর গতকাল ২৬ টাকা ১০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ হাজার টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির আর্থিক ফলাফল ঘোষণার পরদিন নিয়মানুসারে গতকাল এর শেয়ারদরে কোনো সার্কিট ব্রেকার ছিল না। অস্বাভাবিক শেয়ার লেনদেনের বিষয়টি বিএসইসি ডিএসই খতিয়ে দেখছে বলে জানা গেছে।

গতকাল লেনদেন শুরুর সময় এসএমই মার্কেটে ইউসুফ ফ্লাওয়ার মিলসের শেয়ারের প্রারম্ভিক দর ছিল ২৬ টাকা ১০ পয়সা। এদিন ডিএসইতে কোম্পানিটির মাত্র ৯টি শেয়ার বার হাতবদল হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ হাজার টাকায় লেনদেন হয়েছে কোম্পানিটির শেয়ার। দিন শেষে কোম্পানিটির শেয়ারদর ৫৯৪ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।

বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বণিক বার্তাকে বলেন, বিষয়টি সার্ভিল্যান্স বিভাগকে খতিয়ে দেখতে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন