৩৫ বছর পর মনি রত্নমের পরিচালনায় কমল হাসান

বণিক বার্তা অনলাইন

মনি রত্নম ও কমল হাসান

ব্লকবাস্টার গ্যাংস্টার ড্রামা ‘নায়াকান’-এর জন্য ৩৫ বছর আগে একসঙ্গে কাজ করেছিলেন পরিচালক মনি রত্নম ও অভিনেতা কমল হাসান। এরপর দক্ষিণ ভারতীয় দুই কিংবদন্তি পর্দায় আর এক হননি, এ নিয়ে ভক্তদের অনুযোগও কম নয়।

সাড়ে তিন দশক পর গতকাল রোববার এসেছে প্রতীক্ষিত ঘোষণাটি। মনির পরিচালনায় আবারো অভিনয় করতে যাচ্ছেন কমল। আপাতত প্রজেক্টটির নাম রাখা হয়েছে ‘কেএইচ২৩৪’।

অভিনয়ের পাশাপাশি সিনেমাটির প্রযোজক কমল হাসান। একই ভূমিকায়  থাকবেন মনি রত্নমও।

নতুন এ সিনেমার বিস্তারিত তথ্য গোপন রাখা হলেও এতটুকু জানা যায় যে, ‘কেএইচ২৩৪’ মুক্তি পাবে ২০২৪ সালে।

গত সেপ্টেম্বরে মনি রত্নমের ম্যাগনাম ওপাস ‘পনিয়িন সেলভান পার্ট ওয়ান’ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে জানান কমল হাসান। উপস্থিত ছিলেন তামিল সিনেমার আরেক সুপারস্টার রজনীকান্ত। যা ছবিটির প্রচারে ব্যাপক ভূমিকা রাখে।

এ বিষয়ে এক বিবৃতিতে গতকাল কমল হাসান বলেন, ৩৫ বছর আগে মনি রত্নমের সঙ্গে কাজ নিয়ে যেমন উত্তেজনা ছিল। এবারো তেমন হচ্ছে। সে উদ্দীপনার সঙ্গে যুক্ত হচ্ছে এ আর রহমানের সংগীত।

অন্যদিকে মনি রত্নমও ‘স্যার’ সম্বোধন করে জানান, কমল হাসানের সঙ্গে কাজের সুযোগ পেয়ে উত্তেজিত ও সম্মানিতবোধ করছেন।

কমল হাসানকে সর্বশেষ দেখা গিয়েছে অ্যাকশনধর্মী ‘বিক্রম’ সিনেমায়। বক্স অফিসে এ সিনেমায় আয় প্রায় ৫০০ কোটি রুপি।

চলতি বছরে ভারতে দক্ষিণী সিনেমাগুলো হিন্দির চেয়ে ভীষণভাবে এগিয়ে আছে। সেখানে শীর্ষ পাঁচ সিনেমায় রয়েছে মনি রত্নমের ‘পনিয়িন সেলভান’ ও কমল হাসান অভিনীত ‘বিক্রম’।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন