পড়তে চাইলে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি

ফিচার প্রতিবেদক

বাংলাদেশে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি নিতে আগ্রহী মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে অপার সম্ভাবনা। পড়ার সুযোগ রয়েছে দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয় না থাকলেও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে মেজর হিসেবে পড়ার সুযোগ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) নেয়াও সম্ভব। চার বছরের স্নাতক কোর্সের মাধ্যমে আসতে পারেন পর্যটন শিল্পে। তবে পর্যটনসংক্রান্ত পড়াশোনা প্রশিক্ষণের বেশির ভাগই যেহেতু ব্যবহারিক, তাই পেশায় অনেকের চেয়ে এগিয়ে থাকতে চাইলে প্রয়োজন ব্যবহারিক জ্ঞান প্রশিক্ষণ।

ভর্তির যোগ্যতা : পাবলিক বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ভেদে ভর্তির শর্তে তারতম্য আছে। তবে সাধারণত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই ন্যূনতম জিপিএ .৫০ এবং উভয় পরীক্ষায় মোট .০০ থাকতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকেও ক্রেডিট ট্রান্সফার করা যায়।

পাবলিক বিশ্ববিদ্যালয়: পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ থেকে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে এমবিএ ডিগ্রি প্রদান করা হয়। নিয়মিত ছাত্রদের জন্য রেগুলার এমবিএ প্রোগ্রাম এবং অন্যটি হলো ইভিনিং এমবিএ। ঢাবিতে বিষয়ে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) নেয়াও সম্ভব। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিষয়ে পড়তে পারবেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে উল্লেখযোগ্য আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, লিডিং ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা, পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

ইনস্টিটিউট: বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীনে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (এনএইচটিটিআই) সেখানে স্বল্পমেয়াদি দীর্ঘমেয়াদি কোর্স করার সুযোগ আছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন