বেজার সঙ্গে চার গ্রুপের ছয় প্রতিষ্ঠানের চুক্তি

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং চারটি গ্রুপের ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর সাবরাং ট্যুরিজম পার্কে মোট ১৭ একর জমি বরাদ্দে চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল বেজা কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেজার পক্ষে চুক্তি স্বাক্ষর করেন নির্বাহী সদস্য (প্রশাসন অর্থ) আব্দুল আজিম চৌধুরী। হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষে মুহাম্মদ হালিমুজ্জামান, ইফাদ মোটরস লিমিটেডের পক্ষে এমডি তাসকিন আহমদ, ডার্ড গ্রুপের পক্ষে পরিচালক মিজ সেঁজুতি দৌলাহ এবং ইস্ট ওয়েস্ট ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (প্রাইভেট) লিমিটেডের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন এমডি মাহমুদুল হাসান। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। অনুষ্ঠানে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বেজার কর্মকর্তা সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বেজা চট্টগ্রামের মিরসরাই ফেনীর সোনাগাজী উপজেলায় প্রায় ৩০ হাজার একর জমির ওপর একটি পূর্ণাঙ্গ শিল্প শহর বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। অন্যদিকে সাবরাং ট্যুরিজম পার্ক বাংলাদেশের সর্ব দক্ষিণে টেকনাফ উপজেলার সাগর তীরে অবস্থিত। ট্যুরিজম পার্কে মোট জমির পরিমাণ ৯০০ একরের বেশি।  বিজ্ঞপ্তি 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন