বিডি মনোস্পুলের করপোরেট পরিচালক শেয়ার বেচবেন

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের করপোরেট পরিচালক বাংলাদেশ ডেভেলপমেন্ট গ্রুপ লিমিটেড কোম্পানিটির লাখ ৮১ হাজার ৪৭৪টি শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছে। বর্তমানে কোম্পানিটির কাছে ১৩ লাখ ১৬ হাজার ৯৪৯টি শেয়ার রয়েছে। যা থেকে ঘোষণাকৃত শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে বিক্রি করবে করপোরেট পরিচালক। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গিয়েছে।

১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৮ কোটি ৫৭ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মোট শেয়ার সংখ্যা ৯৩ লাখ ৮৮ হাজার ৮২৫। এর মধ্যে ৪৯ দশমিক ৯৯ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, দশমিক ৩৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাকি ৪৯ দশমিক ৬৬ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ২৩ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল টাকা ৫৬ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৪৩ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন