ওয়েস্ট ইন্ডিজ সফর

সাইফের সেঞ্চুরিতে সংহত অবস্থানে ‘এ’ দল

ক্রীড়া ডেস্ক

সাইফ হাসানের সেঞ্চুরিতে সেন্ট লুসিয়ায় দারুণ একটি দিন পার করেছে বাংলাদেশ দল। দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টে শুক্রবার তৃতীয় দিন উইকেটে ৩০০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেন সফরকারী দলের অধিনায়ক মোহাম্মদ মিথুন।

এর আগে ঘণ্টা ১৪ মিনিট উইকেটে কাটিয়েছেন সাইফ। ৩৪৮ বল মোকাবেলায় তিনি করেছেন ১৪৬ রান। ইনিংসটি সাজিয়েছেন ১৩টি চার ৪টি ছক্কায়। এছাড়া ৩৩ রান করেন উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলি, সাদমান ইসলামের ব্যাট থেকে আসে ২৪ রান।

এরপর বল হাতে দলকে দারুণ শুরু এনে দেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। ৩০ রানে ওয়েস্ট ইন্ডিজ দলের দুই উইকেট তুলে নেন তিনি। তৃতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ছিল উইকেটে ৪৩ রান। শিবনারায়ণ চন্দরপলের ছেলে ওপেনার ত্যাগনারায়ণ চন্দরপল ২১ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে ১২ রানে ব্যাট করছিলেন অধিনায়ক জশুয়া ডি সিলভা। গতকাল রাতেই শেষ হয় চারদিনের ম্যাচটি।

এর আগে প্রথম ম্যাচটি ড্র হয়। ১৬ আগস্ট থেকে তিনটি একদিনের ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ দল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন