মন্দা পরিস্থিতির মুখে যুক্তরাষ্ট্রের তুলা খাত

বণিক বার্তা ডেস্ক

২০২২-২৩ বিপণন মৌসুমে মন্দার মুখে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রে তুলা খাত। সুতা কাপড় উৎপাদনের কাঁচামালটির উৎপাদন, রফতানি এবং মজুদ কমার পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ন্যাশনাল এগ্রিকালচারাল স্ট্যাটিসটিকস সার্ভিসেস (এনএএসএস)

তুলা উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে দেশটিতে তুলা উৎপাদন লক্ষণীয় মাত্রায় কমতে পারে। স্থানীয় ব্যবহার বাড়ায় নিম্নমুখী হয়ে উঠতে পারে মজুদও। এদিকে বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কায় নেতিবাচক প্রভাব পড়বে পণ্যটির রফতানি বাণিজ্যে।

পূর্বাভাস অনুযায়ী, ২০২২-২৩ মৌসুমে দেশটিতে কোটি ৫৫ লাখ বেল তুলা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। আগের মাসে দেয়া পূর্বাভাসের তুলনায় উৎপাদন ১০ লাখ বেল কমার কথা জানানো হয়েছে। উৎপাদন কমে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে টেক্সাস। অঙ্গরাজ্যটিতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি কমতে পারে উৎপাদন।

এদিকে উৎপাদন কমার পাশাপাশি কমানো হয়েছে রফতানি পূর্বাভাসও। এনএএসএস বলছে, ২০২২-২৩ মৌসুমে যুক্তরাষ্ট্র কোটি ৪০ লাখ বেল তুলা রফতানি করতে সক্ষম হবে। আগের পূর্বাভাসের তুলনায় রফতানির পরিমাণ কমানো হয়েছে পাঁচ লাখ বেল। দেশটির উৎপাদন কমে যাওয়া এবং বৈশ্বিক বাণিজ্যে মন্দা রফতানিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এনএএসএস জানায়, ২০২২-২৩ মৌসুম শেষে যুক্তরাষ্ট্রে তুলার মজুদ গত বছরের তুলনায় ১০ লাখ বেল কমতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন