
পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের করপোরেট পরিচালক মাগুরা গ্রুপ লিমিটেড ও পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের করপোরেট পরিচালক বাংলাদেশ ডেভেলপমেন্ট গ্রুপ লিমিটেড তালিকাভুক্ত কোম্পানি দুটির মোট ৬ লাখ ৪৫ হাজার ৪১০টি শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিডি মনোস্পুল: কোম্পানিটির ২ লাখ ৯ হাজার ৪১০টি শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে করপোরেট পরিচালক মাগুরা গ্রুপ লিমিটেড। বর্তমানে কোম্পানিটিতে এ পরিচালকের মোট
৮ লাখ ৯ হাজার ৩৭২টি শেয়ার রয়েছে। বিদ্যমান বাজারদরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি করবেন তিনি।
পেপার প্রসেসিং: কোম্পানিটির ৪ লাখ ৩৬ হাজার শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে করপোরেট পরিচালক বাংলাদেশ ডেভেলপমেন্ট গ্রুপ লিমিটেড। বর্তমানে এ পরিচালকের কাছে কোম্পানিটির মোট ৯ লাখ ৯০ হাজার ৯৭০টি শেয়ার রয়েছে। বিদ্যমান বাজারদরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি করবেন তিনি।