
পূর্ব ঘোষণা অনুযায়ী ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা নিসার কাদের, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটের উদ্যোক্তা পার্ল পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড ও পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের করপোরেট পরিচালক মাগুরা গ্রুপ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তিনটির শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানি তিনটি।
তথ্য অনুযায়ী, নিসার কাদের এনসিসি ব্যাংকের ৮১ হাজার শেয়ার বিক্রি করেছেন। বর্তমানে তার কাছে ব্যাংকটির ১৯ লাখ ৬৪ হাজার ১০৩টি শেয়ার রয়েছে। বিডি মনোস্পুল উদ্যোক্তা কোম্পানিটির ৬৩ হাজার ৫২৬টি শেয়ার বিক্রি করেছেন। যা কোম্পানিটিতে এ উদ্যোক্তার ধারণকৃত সমুদয় শেয়ার। এছাড়া পেপার প্রসেসিংয়ের করপোরেট পরিচালক কোম্পানিটির ৩ লাখ শেয়ার বিক্রি করেছে। বর্তমানে এ পরিচালকের কাছে কোম্পানিটির ৫ লাখ ২১ হাজার ৩০৬টি শেয়ার রয়েছে।