শনাক্তের হার ১৪ শতাংশ ছাড়াল

বণিক বার্তা অনলাইন

গত ২৪ ঘণ্টায় দেশে নভেল করোনাভাইরাস সংক্রমণে শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ। মোট ৯ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ হাজার ৩১৯ জন। এ সময়ের মধ্যে কভিড-১৯ রোগে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে সুস্থ হয়েছে ১২৭ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সবশেষ একজনসহ দেশে এখন পর্যন্ত ২৯ হাজার ১৩৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন চলমান মহামারীতে। মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জন। এছাড়া মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ২৩২ জন।

মৃত নারী ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন। তার বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। এ সময়ে কভিড-১৯ সংক্রমণে দেশের আর অন্য বিভাগে কেউ মারা যায়নি।  


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন