ইতিহাসে প্রথমবারের মতো ঋণখেলাপি হলো শ্রীলঙ্কা

বণিক বার্তা অনলাইন

ফাইল ছবি

৭০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ঋণখেলাপি হলো শ্রীলংকা । দেশটিকে ঋণ পরিশোধে ৩০ দিনের অতিরিক্ত সময় দেয়া হলেও স্থানীয় সময় বুধবার সেই সময় পার হয়ে গেছে। এতে অপরিশোধিত থেকেছে ৭ কোটি ৮০ লাখ ডলারের ঋণ। ঋণখেলাপির সত্যতা স্বীকার করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পি নন্দলাল বীরসিংহ। পরে স্থানীয় সময় বৃহস্পতিবার বিশ্বের শীর্ষ দুই ঋণ রেটিং সংস্থাও জানিয়েছে, শ্রীলংকা ঋণখেলাপি হয়ে পড়েছে। খবর বিবিসি। 

কোনো সরকার যখন ঋণদাতাদের ঋণের কিছু অংশ বা পুরোটা পরিশোধে ব্যর্থ হয় তখন সেই সরকারকে খেলাপি বলা হয়। এতে বিনিয়োগকারীদের কাছে দেশটির সুনাম নষ্ট হয়, প্রয়োজনের সময় আন্তর্জাতিক বাজার থেকে ঋণ সংগ্রহ কঠিন হয়ে যায়।

ঋণ খেলাপির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পি নন্দলাল বীরসিংহে বলেন, আমাদের অবস্থান স্পষ্ট, আমরা বলেছি যতক্ষণ তারা (ঋণ) পুনর্গঠনের আওতায় আসবে না, ততক্ষণ আমরা পরিশোধ করতে সক্ষম হবো না। সে কারণে যেটা হচ্ছে সেটারেক প্রি-এমটিভ ডিফল্ট বলা যেতে পারে।

তিনি বলেন, টেকনিক্যাল ব্যাখ্যাও দেয়া যেতে পারে। তাদের দিক থেকে তারা এটাকে খেলাপি বিবেচনা করতে পারে। আমাদের অবস্থান খুবই স্পষ্ট, যতক্ষণ ঋণ পুনর্গঠন হচ্ছে না, ততক্ষণ আমরা পরিশোধ করতে পারবো না। এদিকে, দেশটিতে বর্তমান মূল্যস্ফীতি ৩০% হলে আগামী কয়েকমাসের মধ্যে তা ৪০% ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করেন গর্ভনর পি নন্দলাল বীরসিংহে। 

তথ্য বলছে, বিদেশী দাতাদের কাছ থেকে নেয়া ৫০ বিলিয়নের বেশি ডলারের ঋণ পুনর্গঠন করতে চাইছে শ্রীলংকা। তাদের দাবি, এ ঋণ পরিশোধের শর্ত তাদের জন্য আরো বেশি সহজ করতে হবে।

প্রসঙ্গত, মহামারীতে জ্বালানির মূল্য ও কর কমানোর ফলে বিপর্যস্ত হয় শ্রীলংকার অর্থনীতি। বৈদেশিক মুদ্রার মারাত্মক সংকট দেখা দেয়। বাড়তে থাকা মূল্যস্ফীতির কারণে ওষুধ, জ্বালানি এবং অন্য নিত্যপণ্যের মারাত্মক সংকট দেখা যাচ্ছে। দেশটি এরইমধ্যে ঋণ নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে আলোচনা শুরু করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার, আইএমএফের একজন মুখপাত্র বলেছিলেন, আগামী মঙ্গলবার এ বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন