রাবির সঙ্গে অগ্রণী ব্যাংকের ১০০ কোটি টাকার ঋণ চুক্তি

বণিক বার্তা প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের হোলসেল হাউজ বিল্ডিং ঋণ প্রদানের উদ্দেশ্যে ১০০ কোটি টাকার ঋণ চুক্তি স্বাক্ষর করেছে অগ্রণী ব্যাংক লিমিটেড। গতকাল সকালে উপাচার্যের কনফারেন্স রুমে অগ্রণী ব্যাংক রাবি করপোরেট শাখার সঙ্গে পঞ্চম পর্যায়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সময় রাবির পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক অগ্রণী ব্যাংকের পক্ষে রাবি করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক বজলুর রশিদ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, ভারপ্রাপ্ত হিসাব পরিচালক অধ্যাপক এম হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক . প্রদীপ কুমার পান্ডে প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের পক্ষে রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক শামিম উদ্দিন আহমেদ, রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এস এম মোস্তফা--কাদের, রাজশাহী সার্কেলের সহকারী মহাব্যবস্থাপক মো. লোকমান হাকিম মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহম্মদ শামস্-উল-ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক- মো. মনিরুল ইসলাম মহাব্যবস্থাপক (ক্রেডিট) . মো. আব্দুল্লাহ আল মামুন ভার্চুয়ালি যুক্ত হন।

পঞ্চম পর্যায়ের ঋণ চুক্তির ফলে রাবির শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা সহজ শর্তে স্বল্প সুদে হোলসেল গৃহ নির্মাণ ঋণ পাবে। এর আগে চারটি ঋণ চুক্তির মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার ১২৪ জন শিক্ষক, কর্মকর্তা কর্মচারীর অনুকূলে প্রায় ৩৫০ কোটি টাকা ঋণ বিতরণ করেছে অগ্রণী ব্যাংক।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন