সৌদি আরবের পতাকা-জাতীয় সংগীতে পরিবর্তন আসছে না

বণিক বার্তা অনলাইন

পরিবর্তন আসছে না সৌদি আরবের পতাকা ও জাতীয় সংগীতে। সম্প্রতি বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছিল। সৌদির শুরা কাউন্সিলও একটি খসড়া সংশোধনীতে অনুমোদন দেয়। কিন্তু সেটি বাস্তবায়িত হবে না।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, সৌদি আরবের পতাকা-জাতীয় সংগীতে পরিবর্তন না আনার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির শুরা কাউন্সিল।

এতে আরো বলা হয়, সাআদ আল-উতাইবি নামে মজলিশে শুরার এক সদস্য সৌদির পতাকা ও জাতীয় সংগীতে পরিবর্তন আনার প্রস্তাব দেন। এখন তিনিই বলছেন, সংশোধনীর লক্ষ্য ছিল পতাকা এবং জাতীয় সঙ্গীতকে ক্ষতি, বিকৃত এবং পরিবর্তন থেকে রক্ষা করা।

সৌদি মালিকানাধীন সম্প্রচার মাধ্যমে আল আরাবিয়াকে তিনি বলেন, প্রস্তাবিত বিধিমালায় পতাকা উত্তোলনের স্থান ও সময় নির্ধারণ করা হয়েছে। পরিবর্তন না আনলেও সংশোধনীতে জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের অবমাননা রোধে কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।

সৌদি আরবের শাসনের মৌলিক আইন ৫০ বছর আগে চালু হলেও এতে জাতীয় সঙ্গীতের জন্য নির্দিষ্ট নিয়ম অন্তর্ভুক্ত ছিল না। তবে এখন প্রবিধান যুক্ত করা হয়েছে।

সাআদ আল-উতাইবি বলেন, প্রবিধান, পতাকার আকৃতি এবং আকার নির্দিষ্ট করে দেওয়ার উদ্দেশ্য হলো- অনুমতি পাওয়ার পর যাতে জাতীয় পতাকা উত্তোলন করার অধিকার বেসরকারি প্রতিষ্ঠানগুলোর থাকে এবং সব বেসরকারি প্রতিষ্ঠান পতাকা উত্তোলনের ক্ষেত্রে নির্দিষ্ট প্রবিধান মেনে চলতে পারে।

নতুন সংশোধনীতে জাতীয় পতাকা বা অন্য কোনো সৌদি প্রতীকের অবমাননা করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা তিন হাজার সৌদি রিয়েল পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রেখেছে সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন।

গত সোমবার সৌদির শুরা কাউন্সিল দেশের পতাকার প্রায় ৫০ বছরের পুরোনো রাজকীয় ডিক্রির একটি খসড়া সংশোধনী অনুমোদনের পক্ষে ভোট দেয়। এতে দেশটির পতাকা, প্রতীক এবং পতাকার বিষয়বস্তুতে পরিবর্তন আনার কথা বলা হয়। সাআদ আল-উতাইবি এ প্রস্তাব উত্থাপনের পর অন্যান্য সদস্যরাও এতে সম্মতি দিয়েছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন