দুদিন স্পট মার্কেটে লেনদেন হবে রবির শেয়ার

নিজস্ব প্রতিবেদক

বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আজ আগামীকাল স্পট মার্কেটে লেনদেন হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের শেয়ার। দুদিন ব্লক মার্কেটে কোম্পানিটির লেনদেনও স্পট সেটেলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। রেকর্ড ডেটের কারণে ৩০ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে। 

এর আগে গত ডিসেম্বর স্টক এক্সচেঞ্জের মাধ্যমে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) তহবিল ব্যবহারের সময় বাড়ানোর সিদ্ধান্তের বিষয়টি জানায় রবি। এজন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ইজিএম আহ্বান করে কোম্পানিটি, যা আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। যার রেকর্ড ডেট ৩০ ডিসেম্বর।

তথ্যমতে, আইপিও তহিবল ব্যবহার করে প্রকল্প বাস্তবায়ন করছে রবি। তবে এর সময়সীমা বাড়াতে হলে আইপিও তহবিল ব্যবহারের পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। আর সেটি করতে হলে শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন। ইজিএমের মাধ্যমে যে অনুমোদন নেবে কোম্পানিটি।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) রবি আজিয়াটার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৫ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সমন্বিত ইপিএস হয়েছে ১৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৬১ পয়সা।

চলতি হিসাব বছরের জন্য শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছে রবি। ৩১ মার্চ ২০২১ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) জন্য লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। 

৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৩ পয়সা, এর আগের হিসাব বছরে যা ছিল পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৯০, এর আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ৬৪ পয়সা।

সর্বশেষ রেটিং অনুযায়ী, রবি আজিয়াটা লিমিটেডের এনটিটি সার্ভিল্যান্স রেটিং ডাবল ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, আলোচ্য সময় পর্যন্ত ব্যাংকের কাছে প্রতিষ্ঠানটির দায়সহ হালনাগাদ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)

দেশের পুঁজিবাজারে গত বছরের ২৪ ডিসেম্বর রবির শেয়ার লেনদেন শুরু হয়েছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন হাজার ২৩৭ কোটি ৯৩ লাখ টাকা। রিজার্ভে রয়েছে হাজার ৪৩০ কোটি ৩৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫২৩ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৮৯৫। এর মধ্যে ৯০ শতাংশই রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া দশমিক ৭০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক শূন্য শতাংশ বিদেশী বাকি দশমিক ২৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল রবির শেয়ারের সর্বশেষ সমাপনী দর ছিল ৩৪ টাকা ৫০ পয়সা। লেনদেন শুরুর পর এখন পর্যন্ত শেয়ারটির দর ২২ টাকা ৫০ পয়সা থেকে ৭৭ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

সর্বশেষ নিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে রবির শেয়ারের মূল্য আয় অনুপাত ১০৪ দশমিক ৫৫, হালনাগাদ প্রান্তিক প্রতিবেদনের ভিত্তিতে যা ৮০ দশমিক ৮৬।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন