তাপপ্রবাহ নিয়ে আরো তিন দিনের সতর্কবার্তা

বণিক বার্তা অনলাইন

ছবি : বণিক বার্তা

সারা দেশে চলমান তাপপ্রবাহ নিয়ে আরো তিন দিনের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৮ এপ্রিল) সকালে এক সতর্কবার্তায় এ তথ্য দেয় সংস্থাটি। এর আগে গত ২৫ এপ্রিল তিন দিনের সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া বিভাগ। সেই মেয়াদ শেষ হয়েছে শনিবার (২৭ এপ্রিল)।

সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ (২৮ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা (তিন দিন) অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

গত কিছুদিন ধরে দেশের ওপর দিয়ে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত ৩১ মার্চ থেকে টানা বইছে এ তাপপ্রবাহ। আগামী মাসের (মে) প্রথম সপ্তাহে বৃষ্টি বেড়ে তাপপ্রবাহের আওতা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শনিবার (২৭ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন