শিরোপার সুবাস পাচ্ছে ম্যানচেস্টার সিটি

ক্রীড়া ডেস্ক

ছবি: এপি

ফুলহ্যামকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার সুবাস পাচ্ছে ম্যানচেস্টার সিটি। আগামী সপ্তাহে টটেনহ্যাম ও ওয়েস্ট হ্যামকে হারাতে পারলে কোনো সমীকরণ ছাড়াই লিগ শিরোপা ধরে রাখবে। আর্সেনালের ব্যর্থতায় সিটি কোনো ম্যাচ না জিতেও কিংবা একটি জিতেও চ্যাম্পিয়ন হতে পারে।

 

৩৬ রাউন্ড শেষে ৮৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যানসিটি। সমান ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল আর্সেনাল। রোববার ম্যানচেস্টার ইউনাটেডের মাঠে খেলবে আর্সেনাল। এই ম্যাচটি আর্সেনাল, ম্যানইউ ও ম্যানসিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে আটে থাকা ম্যানইউ ইউরোপা লিগের টিকিট নিশ্চিত করতে চায়। আর যদি তারা কাল জিতে যায় কিংবা পয়েন্ট পায় তবে লাভবান হবে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটিও।

 

১৯ মে নিজেদের শেষ ম্যাচে এভারটনকে এমিরেটসে আতিথ্য দেবে আর্সেনাল। ম্যানসিটি ১৪ মে টটেনহ্যামের বিপক্ষে ও ১৯ মে ওয়েস্ট হ্যামের বিপক্ষে খেলবে।

 

আজ ফুলহ্যামের মাঠে ম্যানসিটির হয়ে জোড়া গোল করেন ক্রোয়াট ডিফেন্ডার ইয়াস্কো গার্দিওল। এছাড়া ফিল ফডেন ও হুলিয়ান আলভারেজ একটি করে গোল করেন।   

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন