তৃতীয় টি-টোয়েন্টি

মুস্তাফিজের রেকর্ড গড়া বোলিংয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

ক্রীড়া প্রতিবেদক

মুস্তাফিজুর রহমান। এপি/ফাইল ছবি

টেক্সাসের গ্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে বোলিং বেছে নেয়া বাংলাদেশ স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রানে আটকে দিয়েছে। অনবদ্য বোলিং প্রদর্শনীতে নেতৃত্ব দেন মুস্তাফিজুর রহমান। তিনি ৪ ওভারে  রান দিয়ে শিকার করেন ৬ উইকেট।

 

টি-টোয়েন্টি এটাই বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং ফিগার। ২০১২ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ১২ রানে ৫ উইকেট শিকার করেছিলেন ইলিয়াস সানী। আজ সানীকে টপকে শীর্ষে উঠে গেছেন মুস্তাফিজ।

 

মুস্তাফিজের আগের সেরা বোলিং ফিগার ছিল ২২ রানে ৫ উইকেট।  ২০১৬ সালের বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেনসে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। আজ সেই বোলিং পারফরম্যান্সকে টপকে গেলেন বামহাতি পেসার।  

 

এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ৫ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান (২ বার) ও মোসাদ্দেক হোসেন।

 

সব মিলে ৯৬ ম্যাচে ১২০ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।

 

আজ বাংলাদেশের হয়ে স্পিনার রিশাদ হোসেন ৪ ওভারে ৭ রানে ১ উইকেট, সাকিব ২৩ রানে ১ উইকেট ও তানজিম হাসান সাকিব ৩২ রানে ১ উইকেট নেন।

 

যুক্তরাষ্ট্রের হয়ে আন্দ্রিয়েস গউস সর্বোচ্চ ২৭ রান করেন। এছাড়া কোরি অ্যান্ডারসন করেন ১৮ রান।

 

প্রথম দুই ম্যাচেই বাংলাদেশকে হারিয়েছে যুক্তরাষ্ট্র। গত ম্যাচের জয়ের নায়ক আলী খান ও অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলকে আজ বিশ্রাম দিয়েছে স্বাগতিকরা। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন