কুষ্টিয়ার হরিপুরে ভাতিজার হাতে চাচা নিহত

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

কুষ্টিয়ার হরিপুরে ভাতিজার হাতে চাচা নিহত হয়েছেন। আজ রোববার (১৬ জুন) বিকাল সাড়ে ৪টার সময় কুষ্টিয়া সদর উপজেলার ১ নং হাটশ হরিপুর ৩ নং ওয়ার্ডে আমজাদ মোড় এলাকার মৃত্যু ভুলা প্রামানিক ও সাবেক মহিলা মেম্বারের বড় ছেলে মাছুদ (৩৮) তার ছোট চাচা বাদশা প্রামানিককে (৫৮) বটি দিয়ে কুপিয়ে মেরে ফেলেন।

স্থানীয়রা তাৎক্ষণিক বাদশাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) শেখ সোহেল রানা বলেন, হরিপুর ইউনিয়নের পুরাতন কুষ্টিয়া গ্রামের আমজাদ মোড়ে সামান্য ফ্রিজে খাবার রাখা নিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন