টস জিতে বোলিংয়ে পাকিস্তান, শুরুতেই বিপর্যস্ত আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্ক

ছবি: এপি
Default Image

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই এবার ছিটকে পড়েছে পাকিস্তান। ১৪ জুন ফ্লোরিডায় আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার বিদায় ঘটে পাকিস্তানের। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি রূপ নেয় আনুষ্ঠানিকতায়। আজ সেই ফ্লোরিডায় আইরিশদের বিপক্ষে টস জিতে বোলিং বেছে নিয়েছে পাকিস্তান।

 

ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যস্ত আয়ারল্যান্ড। উইকেটে আগুণ ঝরান পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। প্রথম ওভারের তৃতীয় বলে অ্যান্ডি বলবির্নিকে ও পঞ্চম বলে পল স্টার্লিংকে সাজঘরে ফেরান তিনি। ষষ্ঠ বলে হ্যারি টেক্টরের বিপক্ষে লেগ বিফোরের আবেদন ছিল, রিভিউও নেয় পাকিস্তান। যদিও রিভিউতে সফল হয়নি পাকিস্তান। প্রথম ওভারশেষে স্কোর ২/২!

 

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, উসমান খান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, আব্বাস আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ আমির।

 

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি বলবির্নি, পল স্টার্লিং (অধিনায়ক), লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, জস লিটল, বেন হোয়াইট। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন