মালয়েশিয়ার শ্রমবাজার সংকটে কাউকে দোষারোপ করে লাভ নেই : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ছবি : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়ায় কর্মী না পাঠানোর দায় মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের। মঙ্গলবার (৪ জুন) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে সংবাদ সম্মেলন এবং মতবিনিময় সভায় দুই দেশের সরকারের ওপর এ দায় চাপান রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রার নেতারা।

এ বিষয়ে বিকালে এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, ই-ভিসা দিয়েছে মালয়েশিয়ার সরকার, তার জন্য আমরা দায়ী না। আমাদের কাছে যে সময় ফাইল এসেছে, আমরা সেগুলো সে সময় সাইন করে দিয়েছি। আমি মনে করি যেটা হয়েছে, তার ব্যাপারে কেউ কাউকে দোষারোপ করে লাভ নেই। তদন্তে যা আসবে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকের সংখ্যা ৫ থেকে ৬ হাজারের বেশি হবে না, বায়রার এমন দাবি সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, কোনটা সঠিক আর কোনটা বেঠিক, সেটাও তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন