ওয়েবিনারে বক্তারা

বাণিজ্যিক প্রতিযোগিতা বাড়াতে বিরোধ নিষ্পত্তি গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের প্রেক্ষাপটে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি বা মেডিয়েশনের ভূমিকা গুরুত্বপূর্ণ। বর্তমান প্রেক্ষাপটে মেডিয়েশন আরো সুসংগঠিত প্রাতিষ্ঠানিক হওয়া জরুরি।

গতকাল কমার্শিয়াল ডিসপিউট রেজল্যুশন থ্রু মেডিয়েশন শীর্ষক ওয়েবিনারে এসব কথা বলেন বক্তারা। কভিড প্রেক্ষাপটে বাংলাদেশের বাণিজ্যিক প্রবৃদ্ধি বাড়াতে মেডিয়েশনের তাত্পর্য আরো বেড়ে গেছে বলেও মন্তব্য করেন আলোচকরা।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন (বিয়াক), অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন (এডিআর) নেপাল ইন্টারন্যাশনাল এডিআর সেন্টারের (নিয়াক) যৌথ উদ্যোগে আয়োজিত ওয়েবিনারে আলোচক ছিলেন বিয়াকের চিফ এক্সিকিউটিভ অফিসার মুহাম্মাদ . (রুমি) আলী, নিয়াকের চেয়ারপারসন . মুক্তি রেজাল, বিয়াক বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, ঢাকা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স ব্যারিস্টার ফারজানা আহমেদ, সিনিয়র অ্যাডভোকেট মেডিয়েশন এক্সপার্ট . কুমার শর্মা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার খন্দকার এমএস কাউসার, ব্র্যাক ইউনিভার্সিটির ডিরেক্টর, একাডেমিক অ্যান্ড লিগ্যাল এম্পাওয়ারমেন্ট, সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস শাহরিয়ার সাদাত, নিয়াকের ম্যানেজিং ডিরেক্টর মাতৃকা প্রাসাদ নিরাউলা বিয়াকের ডিরেক্টর এমএ আকমল হোসাইন।

বক্তারা বাণিজ্যিক ক্ষেত্রে বিরোধ নিষ্পত্তির পদ্ধতি হিসেবে বিচারিক কার্যক্রমে মেডিয়েশনের সুবিধা তাত্পর্যের ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যখন বিশ্বব্যাপী কভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়েছে, প্রেক্ষাপটে মেডিয়েশনের গুরুত্ব আরো বেড়ে গেছে। তাই বর্তমান প্রেক্ষাপটে কীভাবে বাণিজ্যিক বিরোধ কাটানো যায় সে বিষয়ে বক্তারা দিকনির্দেশনামূলক কথা বলেছেন।

মুহাম্মাদ . (রুমি) আলী নেপাল বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করার সাম্প্রতিক জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি বলেন, নেপাল বাংলাদেশ উভয়েরই প্রবৃদ্ধির হার শক্তিশালী এবং উভয় দেশের বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাণিজ্যিক বিরোধ বাড়তে পারে। তাই বাণিজ্যিক বিরোধ সমাধানের সুযোগ বাড়ানোর জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো, আইন নির্দেশিকাকে সমর্থন জানিয়ে তিনি বলেন, বিআইএসি বিরোধ নিষ্পত্তির সেবা, একাডেমিক বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক কাজের জন্য কাজ করছে।

ব্র্যাক ইউনিভার্সিটির ডিরেক্টর শাহরিয়ার সাদাত আলোচনায় অংশ নিয়ে বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি বা মেডিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান প্রেক্ষাপটে মেডিয়েশন আরো সুসংগঠিত প্রাতিষ্ঠানিক হওয়া জরুরি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন