দেশের পুঁজিবাজারে মানসম্পন্ন ভালো কোম্পানির অভাব রয়েছে। ফলে বিনিয়োগকারীদের কাছে ভালো শেয়ারে বিনিয়োগের সুযোগ সীমিত। এ অবস্থায় পুঁজিবাজারে নতুন নতুন ভালো কোম্পানির তালিকাভুক্তি বাড়াতে চাইছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)। এজন্য তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সহায়তা চায় কমিশন।
কিভাবে পুঁজিবাজারে ভালো কোম্পানিগুলোকে তালিকভুক্ত করা যায় এই ইস্যুতে গতকাল রাজধানীর আগাঁরগাওয়ের সিকিউরিটিজ কমিশন ভবনে বিএপিএলসির সঙ্গে বৈঠক করেছে বিএসইসি। বৈঠকে বিএসইসির পক্ষে সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএপিএলসির পক্ষে সংগঠনটির প্রেসিডেন্ট আজম জে চৌধুরী ও ভাইস প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে বিএসইসির পক্ষ থেকে পুঁজিবাজারের বাইরে থাকা ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্তির জন্য উত্সাহিত করতে বিএপিএলসির সহায়তা চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বিএপিএলসি পক্ষ থেকে জানানো হয় যে, বিদ্যমান আইনী কাঠামোতে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এ কারণে অনেক কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায় না। কভিড-১৯ এর কারণে গত দেড় বছর ধরেই অনেক কোম্পানির ব্যবসা খারাপ যাচ্ছে। অন্যদিকে তালিকাভুক্তির ক্ষেত্রে কোম্পানির আর্থিক প্রতিবেদনে বিগত বছরগুলোতে আয় ও মুনাফা ভালো থাকার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু কভিডের কারণে যাদের ব্যবসা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের পক্ষে আর্থিক প্রতিবেদনে ভালো পারফর্মেন্স দেখানে সম্ভব হবে না। তাই এক্ষেত্রে আইনী ছাড় দেয়া না হলে এসব কোম্পানি পুঁজিবাজারে আসতে পারবে না।
এর জবাবে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়, কভিডের কারণে সব খাতের কোম্পানির ব্যবসা খারাপ প্রভাব পড়েনি। কিছু কিছু খাত যেমন ওষুধ খাতের ব্যবসা ভালো ছিল। তাই এক্ষেত্রে খাত ভিত্তিক সুনির্দিষ্ট করে কোন কোম্পানিগুলোর জন্য আইনী শিথিলতা প্রয়োজন সেটি বিএসইসিকে লিখিত ভাবে জানানোর জন্য বিএপিএলসিকে পরামর্শ দিয়েছে কমিশন। তাছাড়া বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুন্ন করে এমন প্রস্তাব গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে কমিশন। সংগঠনটির কাছ থেকে প্রস্তাব পাওয়ার সেগুলো বিবেচনা করার আশ্বাস দিয়েছে বিএসইসি।
এ বিষয়ে জানতে চাইলে বিএপিএলসির ভাইস প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ বণিক বার্তাকে বলেন, পুঁজিবাজারে কোম্পানির তালিকাভুক্তি ইস্যুতে কমিশনের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। কমিশনের পক্ষ থেকে আমাদের কাছে লিখিত প্রস্তাব চাওয়া হয়েছে। সপ্তাহ দুয়েকের মধ্যেই আমাদের প্রস্তাবনাগুলো কমিশনের কাছে জমা দিব।