প্রথমবার বাংলাদেশের তিন ছবি বুসান উৎসবে

ফিচার প্রতিবেদক

‘নো ল্যান্ডস ম্যান’ ছবিতে নওয়াজুদ্দিন সিদ্দিকী

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো প্রদর্শিত হবে বাংলাদেশের তিনটি সিনেমা। ছবিগুলো হলো কান চলচ্চিত্র উৎসবে সাড়া ফেলা আবদুল্লাহ মোহাম্মদ সাদের রেহানা মরিয়ম নূর মোস্তফা সরয়ার ফারুকীর নো ল্যান্ডস ম্যান এবং মোহাম্মদ রাব্বী মৃধার পায়ের তলায় মাটি নাই। আগামী অক্টোবর শুরু হতে যাচ্ছে বুসান চলচ্চিত্র উৎসবের ২৬তম আসর। ১৬ অক্টোবর শেষ হবে উৎসব। এবার বিভিন্ন দেশের ২২৩টি সিনেমা দেখানো হবে।

তরুণ নির্মাতা মোহাম্মদ রাব্বী মৃধার প্রথম চলচ্চিত্র পায়ের তলায় মাটি নাই উৎসবের উইন্ডো অন এশিয়ান সিনেমা বিভাগে প্রদর্শিত হবে , ১৩ অক্টোবর। জানা যায়, জলবায়ু পরিবর্তন একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের ওপর কী ধরনের প্রভাব বিস্তার করেছে, সেই গল্পই রাব্বী পর্দায় তুলে ধরেছেন। পায়ের তলায় মাটি নাই ছবিটির প্রযোজনা করেছেন নির্মাতা প্রযোজক আবু শাহেদ ইমন। বক্স অফিস নিবেদিত এবং গল্পরাজ্য ফিল্মসের প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রে সহযোগিতা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড বাতায়ন প্রডাকশনস। নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন মীর মোকাররম হোসেন এবং সহপ্রযোজক হিসেবে আছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বাতায়ন প্রডাকশনসের তাহরিমা খান। চলচ্চিত্রটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, প্রিয়াম অর্চি, দীপান্বিতা মার্টিন প্রমুখ।

এবারের বুসান উৎসবের কিম জিসুক পুরস্কারের জন্য মনোনীত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর নো ল্যান্ডস ম্যান। এশিয়ার ছয়টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে নো ল্যান্ডস ম্যান। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, তাহসান খান, মেগান মিশেল, ঈশা চোপড়া, বিক্রম কোচার, কিরণ খোজে প্রমুখ।

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দক্ষিণ কোরিয়ায় ২৬ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। চলচ্চিত্র উৎসবকে এশিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব বলে বিবেচনা করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন