যুক্তরাষ্ট্রে দৈনিক ১ লাখ করোনা সংক্রমণের রেকর্ড

বণিক বার্তা অনলাইন

ছবি : রয়টার্স

বুধবার যুক্তরাষ্ট্রে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে এতে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা দেখল দেশটি যেসব এলাকায় টিকা গ্রহণ কম, সেখানে ভাইরাসটির ডেল্টা ভ্যারিয়েন্টের হানায় সংক্রমণের রেকর্ড হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের জরিপে তথ্য উঠে এসেছে

বুধবার প্রকাশিত রয়টার্সের উপাত্তে দেখা গেছে, গত এক সপ্তাহে গড়ে ৯৪ হাজার ৮১৯ জন করোনা সংক্রমিত হয়েছে, যা এক মাসের ব্যবধানে পাঁচগুণ বেড়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ . অ্যান্থনি ফাউচি গতকাল জানান, ডেল্টা ভ্যারিয়েন্টের উচ্চ সংক্রমণ হারের কারণে আগামী সপ্তাহগুলোতে সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়াতে পারে

সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসির প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রে নতুন সংক্রমণের ৮৩ শতাংশই ভারত থেকে আসা ডেল্টা ভ্যারিয়েন্ট

ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তদের ৯৭ শতাংশই টিকা গ্রহণ করেনি এতে গত এক সপ্তাহে দেশটিতে দৈনিক মৃত্যুর গড় ৩৭৭ জন, যা বেড়েছে ৩৩ শতাংশ ফ্লোরিডা লুইজিয়ানা রাজ্যে রেকর্ডসংখ্যক করোনা রোগী হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে যে কারণে রাজ্যগুলোতে রোগীর শয্যার সংকট দেখা দিয়েছে

করোনার বিস্তার ঠেকাতে নিউইয়র্কের রেস্তোরাঁ, জিম অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখতে টিকা নেয়া তার প্রমাণ দেয়ার ওপর নির্ভর করছে কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী,শহরটির শতকরা ৬০ ভাগ সাধারণ মানুষ করোনা টিকার এক ডোজ করে পেয়েছেন কিছু এলাকায়, মূলত দরিদ্র জনগোষ্ঠী এবং কিছু বর্ণের লোকজনকে টিকা দেয়ার হার অনেক কম

কর্মী গ্রাহকদের জন্য ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে কিছু বেসরকারি কোম্পানি


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন