মার্কেন্টাইল ব্যাংকের আয় বেড়েছে ৭৩ শতাংশের বেশি

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড চলতি ২০২১ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত পরিচালন আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৭৩ শতাংশের বেশি বেড়েছে। একই সঙ্গে দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে তিন গুণের বেশি।

ব্যাংকটির আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত পরিচালন আয় হয়েছে ৩৯০ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৩১৩ টাকা, যা আগের বছর একই সময় হয়েছিল ২২৪ কোটি ৭৫ লাখ হাজার ৬৫১ টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত পরিচালন আয় বেড়েছে ১৬৫ কোটি ৬৩ লাখ ৭২ হাজার ৬৬২ টাকা বা ৭৩ দশমিক ৬৯ শতাংশ। এদিকে দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৪৬ কোটি ২৩ লাখ ৫৭ হাজার ৭২১ টাকা, যা আগের বছর একই সময় হয়েছিল ৪৬ কোটি ৩৭ লাখ ৫৮ হাজার ১৫৩ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৯৯ কোটি ৮৫ লাখ ৯৯ হাজার ৫৬৮ টাকা বা দশমিক ১৫ গুণ। তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে টাকা ৩৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৪২ পয়সা।

অন্যদিকে চলতি হিসাব বছরের ছয় মাসে (জানুয়ারি-জুন) ব্যাংকটির সমন্বিত পরিচালন আয় হয়েছে ৬৯৭ কোটি ৬৯ লাখ ২০ হাজার ৪২৫ টাকা, যা আগের বছর একই সময় হয়েছিল ৫২৮ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ৮৪৫ টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত পরিচালন আয় ১৬৯ কোটি ১৯ লাখ ৭৯ হাজার ৫৮০ টাকা বা ৩২ দশমিক ০১ শতাংশ বেড়েছে। এদিকে আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০৯ কোটি ৩৪ লাখ ১১ হাজার ৪৭১ টাকা, যা আগের বছর একই সময় হয়েছিল ১০০ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার ৮৭৭ টাকা। সে হিসাবে ছয় মাসে ব্যাংকটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ১০৮ কোটি ৫৬ লাখ ১৪ হাজার ৫৯৪ টাকা বা ১০৭ দশমিক ৭২ শতাংশ। ছয় মাসে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে টাকা পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৯৭ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৫৮ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন