ডিএসইর নতুন এমডি হিসেবে তারিক আমিনের যোগদান

নিজস্ব প্রতিবেদক

তারিক আমিন ভূঁইয়া দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে এমডি হিসেবে গতকাল যোগদান করেন। জুলাই ১০০৮তম পরিচালনা পর্ষদের সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের পর্ষদ তাকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়। ডিএসই বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশনস ২০১৩ অনুযায়ী, ওইদিনই নিয়োগের বিষয়টি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদনের জন্য পাঠানো হয়। এরপর জুলাই কমিশন তার নিয়োগের অনুমোদন দেয়।

প্রশাসন ব্যবসা পরিচালনা, ডিজিটাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল টেকনোলজি এবং আইটি খাতে নেতৃত্বদানকারী দক্ষ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি তারিক আমিন ভূঁইয়া পেশাগত জীবনে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক বাংলাদেশের গ্র্যাজুয়েট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি আইএনজি, সেন্ট জর্জ, ওয়েস্ট পেক এবং গ্লোবাল পরামর্শক সংস্থা আইটি প্রতিষ্ঠান টিসিএস, ইনফোসিস উদ্ভাবনী পরামর্শক সংস্থা অ্যাকসেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ২৫ বছরেরও বেশি সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ব্র্যাক ব্যাংকের সিআইও এবং মোবাইল মানি ট্রান্সফার কোম্পানি বিকাশের প্রতিষ্ঠাতা সিইও হিসেবেও দায়িত্ব পালন করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন