১০০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে আইএফআইসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

আইএফআইসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ পারপেচুয়াল বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পর্ষদ হাজার কোটি টাকার পারপেচুয়াল বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে

তথ্যমতে, ব্যাংকটি এডিশনাল টিয়ার- মূলধন সহয়তায় ব্যাসেল--এর অধীনে বন্ড ইস্যু করবে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৯০০ কোটি টাকার বন্ড ইস্যু করা হবে আর বাকি ১০০ কোটি টাকার বন্ড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ইস্যু করা হবে

এর আগে গত ২৩ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটির বন্ড ইস্যুর অনুমোদন দেয় শেয়ারহোল্ডারদের অনুমতি নিতে আগামী ২৬ আগস্ট ব্যাংকটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে ওইদিন বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে ব্যাংকটির ইজিএম অনুষ্ঠিত হবে ইজিএম-সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৩ জুলাই নির্ধারণ করা হয়েছে ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল আইএফআইসি ব্যাংক ২০১৮ হিসাব বছরে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল তারা

ডিএসই গতকাল আইএফআইসি ব্যাংকের শেয়ারের সর্বশেষ সমাপনী দর ছিল ১১ টাকা ৯০ পয়সা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন