গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে মা-মেয়ের মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে একটি বহুতল ভবনের ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে গৃহবধূ সোনিয়া জান্নাত (২৫) তার মেয়ে হুমাসা জান্নাতের () মৃত্যু হয়েছে গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আব্দুল খান তিনি বলেন, বিকাল সাড়ে ৫টায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ সোনিয়া সন্ধ্যায় মেয়ে হুমাসা জান্নাত মারা যায়

গতকাল সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের তামিশনা ফ্যাশনওয়্যার লিমিটেডের সামনে দেলোয়ার হোসেনের বহুতল ভবনের পাঁচতলার পশ্চিম পাশের ফ্ল্যাটে আগুনের ঘটনা ঘটে আগুনে ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া গৃহবধূ সোনিয়া জান্নাত তার দুই বছর বয়সী শিশুকন্যা হুমাসা জান্নাত দগ্ধ হয় তাদের উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তার আলহেরা মেডিকেল সেন্টার এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়

বাড়ির মালিক দেলোয়ার হোসেন জানান, বেলা সোয়া ১১টার দিকে ভবনের পাঁচতলার পশ্চিম পাশের ফ্ল্যাটে বিকট শব্দে আগুন লাগে পরে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর কাজ শুরু করা হয় পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিযন্ত্রণে আনে

তিনি আরো জানান, মেঘনা গ্রুপের একটি কারখানার কর্মকর্তা গোলাম মোস্তফা ওই ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তার বাড়ি বাগেরহাট জেলার কাফিলাবাগ গ্রামে

স্থানীয় আল-হেরা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. হুমায়ুন কবির জানান, দগ্ধদের হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছিল আগুনে মায়ের ৭০ শতাংশ শিশুকন্যার ৫০ শতাংশ দগ্ধ হয়

শ্রীপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আবু রায়হান জানান, ধারণা করা হচ্ছে ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন