বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর ১৮ নম্বর পিলারের কাছে ট্রাক্টরের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে আগুন ধরে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুজন হলেন নীলফামারীর ডিমলা উপজেলার মজনু মিয়া (৩৩) ও একই উপজেলার রোমান আলীর ছেলে নজরুল ইসলাম (৩৪)। দুজনের লাশ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

জানা যায়,সেতুর ওপর দুর্ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং দুপুর পর্যন্ত ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনেন। পুলিশ সেখান থেকে দুজনের লাশ উদ্ধার করেন। সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়,সেতুতে দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি রেকার দিয়ে অপসারণ করার পর যানবাহন চলাচল শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমে যায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন