চার জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বণিক বার্তা ডেস্ক

বজ্রপাতে নেত্রকোনায় আটজন, মানিকগঞ্জে দুজন, সুনামগঞ্জে একজন সিরাজগঞ্জে একজনসহ ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৭ জন। গতকাল বিকালে ঝড়-বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাত হলে হতাহতের ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর

নেত্রকোনা : জেলার কেন্দুয়া, মদন, পূর্বধলা খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে দুই নারীসহ সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৪ জন। গতকাল বিকালে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে এসব ঘটনা ঘটে।

কেন্দুয়া উপজেলায় নিহত দুই কৃষক হলেন ফজলু মিয়া (৫৫) বায়েজিদ মিয়া (৪২) নিহত ফজলু মিয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কুন্ডুলী গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে এবং বায়েজিদ মিয়া একই উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটি গ্রামের আসন খানের ছেলে।

কেন্দুয়ার কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল্লাহ কায়সার এবং পাইকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর চৌধুরী বজ্রপাতে মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করেন।

জেলার মদন উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল মন্নাফের পুত্র মাদ্রাসা ছাত্র আতাবুর (২১) একই গ্রামের আব্দুল কাদিরের পুত্র মাদ্রাসা ছাত্র শরিফ (১৮) বজ্রপাতে মারা গেছে। সময় আহত হয়েছেন দৃই নারীসহ চারজন। পূর্বধলা উপজেলার  পালগি  গ্রামে মারা গেছে ইছাক ফকিরের ছেলে জুনায়েদ মিয়া (১১)

অপরদিকে জেলার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পুঁটিয়ার খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। সময় পাঁচজন আহত হয়। নিহতরা হলেন উপজেলার বাতুয়াইল গ্রামের মৃত খেলু মিয়া পুত্র অছেক মিয়া (৩৫), মৃত আমির মিয়ার পুত্র বিপুল মিয়া (৩২) এবং মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মনজুরুল হকের পুত্র মনির হোসেন (২৮)

বিষয়ে জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান বলেন, জেলার তিন উপজেলায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে আটজনের মৃত্যুর খবর পেয়েছি। 

মানিকগঞ্জ: জেলায় পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার গিলন্ড গ্রামের মাসুদুর রহমানের ছেলে আসিফ (১৪) ঘিওর উপজেলার কৃষক আমোদ আলী (৫০)

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত শুরু হয়। সময় সদর উপজেলার গিলন্ড গ্রামের মাঠে তিন কিশোর ঘুড়ি ওড়াচ্ছিল। বজ্রপাতে কিশোর আসিফ ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় অপর দুই কিশোর আবদুল্লা অনিক। এদিকে সদর উপজেলার পৌলী গ্রামের মাঠে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক আমোদ আলী।  আহত হন তার ভাতিজা আলমগীর।

সুনামগঞ্জ: জেলার দোয়ারাবাজারে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তাহের উদ্দিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল বিকালে উপজেলার সদর ইউনিয়নের বন্দেহরি হাওরে ঘটনা ঘটে। নিহত তাহের উদ্দিন উপজেলা সদর ইউনিয়নের তেগাংগা গ্রামের মৃত তাজু মিয়ার ছেলে।

সিরাজগঞ্জ: জেলার কাজিপুরে  চরগিরিশ ইউনিয়নে বজ্রপাতে রুবেল রানা (২৮) নামের একজন নিহত হয়েছেন। 

সোমবার সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রুবেল কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের চরগিরিশ গ্রামের লোকমান হোসেনের ছেলে। নিহতের ছোট ভাই সোহেল রানা বলেন, উপজেলার দুর্গম চরাঞ্চল চরগিরিশে ধান কাটার সময় বজ্রপাত হলে রুবেল গুরুতর আহত হন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন