দেশে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল

আজ ৯৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

গেল ২৪ ঘণ্টায় (সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে দেশে আরো  ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৮১-এ। একই সময়ে দেশে আরো ৪ হাজার ১৯২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।  এ নিয়ে দেশে শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়াল  ৭ লাখ ৭ হাজার ৩৬২ জনে।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজকের বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় দেশের ২৫৭ টি ল্যাবরেটরিতে ১৯ হাজার ৯৫৯ টি নমুনা পরীক্ষা করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একদিনে আরও  ৫ হাজার ৯১৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৯৭ হাজার  ২১৪ জন হয়েছে।

দেশে গেল বছর ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের তথ্য জানায় সরকার। সারাবিশ্বের মতো বাংলাদেশেও মাত্র ৩ মাসের মাথায় দৈনিক শনাক্ত ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে। এরপর গেল ডিসেম্বর থেকে তা কমতে থাকে। এমনকি একসময় দৈনিক শনাক্ত ৩০০-রও নিচে নেমে আসে। এরই মধ্যে দেশে করোনার টিকাকরণও শুরু হলে কিছুটা স্বস্তি নামে। তবে এই স্বস্তি খুব বেশিদিন টেকেনি। দেশে সংক্রমণের যখন একবছর হতে চলেছে, ঠিক সেসময় ফের নতুন করে বাড়তে শুরু করে সংক্রমণ। তা ভয়াবহ আকারে বাড়ছেই। প্রায় প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে আগের দিনের সংক্রমণের সংখ্যা। এরই মধ্যে গত সোমবার থেকে সাতদিনের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন