রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন

তিন মাসে সড়কে নিহত ৪০৯

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে সারা দেশে ৩৯৮টি সড়ক দুর্ঘটনায় ৪০৯ জন পথচারী নিহত হয়েছেন। গতকাল গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের আলোকে প্রতিবেদনটি তৈরির কথা জানিয়েছে সংগঠনটি।

প্রতিবেদনে বলা হয়েছে, সময়ে পথচারীরা সবচেয়ে বেশি দুর্ঘটনায় পড়েন রাস্তায় হাঁটার সময়। ২১৩টি দুর্ঘটনা ঘটে রাস্তায় হাঁটার সময়। অন্যদিকে ১৮৫টি দুর্ঘটনা ঘটে রাস্তা পারাপার হওয়ার সময়। এসব দুর্ঘটনার মধ্যে পথচারীকে গাড়ির ধাক্কা দেয়ার ঘটনা ঘটেছে ১৭৯টি, যাতে নিহত হয়েছেন ১৮৩ জন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন