গাবতলী-মহাখালী বাস টার্মিনাল

বছরে ১২ কোটি টাকা রাজস্ব পাচ্ছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

গাবতলী মহাখালী আন্তঃজেলা বাসটার্মিনাল প্রথমবারের মতো উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে এক বছরের জন্য ১২ কোটি লাখ ২০ হাজার টাকায় ইজারা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)

নানা প্রতিকূলতা পেরিয়ে সিটি মেয়র মো. আতিকুল ইসলামের অসীম সাহসিকতায় সম্প্রতি উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে ইজারা সম্পন্ন হয়।

গতকাল দুপুরে গুলশানে ডিএনসিসি নগর ভবনে মেয়র আতিকুল ইসলামের কাছে সংশ্লিষ্ট ইজারাদাররা চেক হস্তান্তর করেন। এর আগে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের আমলে নামমাত্র মূল্যে টার্মিনাল দুটি থেকে রাজস্ব আদায়ের জন্য আদায় সহযোগিতাকারী নিয়োগ দেয়া হয়েছিল। দীর্ঘ এক যুগেও আদায়ের জন্য নির্ধারিত টাকার পরিমাণ বাড়ানো হয়নি। এছাড়া আদায় সহযোগিতাকারীরা নানা অজুহাত দেখিয়ে ২০২০ সালের ৩১ আগস্ট পর্যন্ত প্রায় কোটি টাকা ডিএনসিসিকে জমা দেয়নি।

এসব অনিয়ম দূর করতে ডিএনসিসি মেয়র টার্মিনালগুলো উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা দেয়ার উদ্যোগ নেন। শুরুতে নানা বাধাবিপত্তি, হুমকি থাকলেও কোনো কিছুই তোয়াক্কা না করে ডিএনসিসি মেয়রের দৃঢ় নেতৃত্বে ইজারার কার্যক্রম সম্পন্ন হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন