আনোয়ার খান জুনো মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

কমিউনিস্ট নেতা, বীর মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনো মারা গেছেন। রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুর ১টা ২৫ মিনিটে তিনি মারা গেছেন। 

৭৫ বছর বয়সী জুনো বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তার পরিবার সূত্রে জানা গেছে, গেল নিউমোনিয়ায় আক্রান্ত হলে গত ১৫ সেপ্টেম্বর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই বার হার্ট অ্যাটাক হয়। পরে তিনি ডিপ কোমায় চলে যান। 

এরপর ২২ অক্টোবর তাকে স্কয়ার হাসপাতাল থেকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি-অবনতি হচ্ছিল। সবশেষে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ তিনি মারা গেলেন।

১৯৪৪ সালের ২৯ ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন হায়দার আনোয়ার খান জুনো। তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনোর ছোট ভাই। তিনি ১ মেয়ে, ১ ছেলে ও ৩ নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন