ভিয়েতনামে সেনা ঘাঁটিতে ভূমিধসে নিহত অন্তত ১৪

বণিক বার্তা ডেস্ক

ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় কোয়াং ত্রি প্রদেশের এক সেনা ঘাঁটিতে ভূমিধসের ঘটনায় অন্তত ১৪ সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া আরো আট সেনা সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। ঘটনায় শান্তিকালে সবচেয়ে বেশি সেনা সদস্য হারাল নিকট ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার মোকাবেলা করা ভিয়েতনাম। খবর রয়টার্স।

নিজেদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে ভিয়েতনাম সরকার জানায়, গতকাল স্থানীয় সময় সকালে কোয়াং ত্রি প্রদেশের চতুর্থ সামরিক অঞ্চলের একটি ইউনিটের ব্যারাক ভূমিধসের কবলে পড়ে। কয়েকদিন আগে কোয়াং ত্রির পার্শ্ববর্তী থো থিন হোয়ে প্রদেশে আরেকটি ভূমিধসের ঘটনায় ১৩ জন নিহতের ঘটনার পর দুর্ঘটনা ঘটল। ওই দুর্ঘটনায়ও নিহতদের অধিকাংশই ছিলেন সেনা সদস্য।

দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী ফান ভান জাং গতকাল সাংবাদিকদের বলেন, আমাদের আরেকটি ঘুমহীন রাত গেল। পরবর্তী সময়ে সরকারের তরফ থেকে জানানো হয়, উদ্ধারকারী দল ১৪ জনের মরদেহ পেয়েছে এবং এখনো আটজন সেনা নিখোঁজ রয়েছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন