১৫টি ধানের জাত উদ্ভাবনকারী বিজ্ঞানী তমাল লতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) পরিচালক (গবেষণা) প্রখ্যাত ধান বিজ্ঞানী . তমাল লতা আদিত্য বুধবার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

ব্রিতে ১৯৯৪ সালে যোগদানের পর মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রায় ১৫টি জাত উদ্ভাবনে সরাসরি জড়িত ছিলেন। এছাড়া পরোক্ষভাবে বেশকিছু জাত উদ্ভাবন প্রক্রিয়ায় নিয়োজিত ছিলেন। তার উদ্ভাবন ধান উন্নয়নে বিশেষ অবদানের জন্য তিনি ধানকন্যা হিসেবে বহুল সমাদৃত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র, চিকিৎসক স্বামীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ধানবিজ্ঞানী . তমাল লতার মৃত্যুতে গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী . মো. আবদুর রাজ্জাক কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। শোকবার্তায় তারা জানান, দেশের উপযোগী অনেকগুলো উন্নত জাতের ধানের উদ্ভাবন জনপ্রিয়করণে তার অসাধারণ অবদান রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন