সংলাপে বক্তারা

প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের জন্য সমন্বিত তথ্যভাণ্ডারের দাবি

নিজস্ব প্রতিবেদক

করোনার ক্ষতি মোকাবেলায় শিল্প খাতের জন্য সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের কার্যকর বাস্তবায়নের জন্য জরুরিভিত্তিতে একটি সমন্বিত ডাটাবেজ গড়ে তোলার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট উদ্যোক্তারা। গতকাল সিটিজেন্স প্লাটফর্ম ফর এসডিজিস, বাংলাদেশ এবং বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত সংলাপে দাবি তোলা হয়।

করোনা-পরবর্তী কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র মাঝারি শিল্পের অবস্থা এবং প্রণোদনা প্যাকেজের কার্যকরিতা শীর্ষক ভার্চুয়াল নীতি সংলাপে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো . দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট বিল্ডের চেয়ারপারসন আবুল কাসেম খান।

সংলাপে আলোচনায় অংশ নেন সিপিডির সম্মানিত ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, এমসিসিআইয়ের সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, চিটাগং স্টক এক্সচেঞ্জের সভাপতি সৈয়দ আসিফ ইব্রাহীম, অধ্যাপক . মমতাজ উদ্দিন আহমেদ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন