আগস্টে মালয়েশিয়ার রফতানির পতন হয়েছে ২.৯%

বণিক বার্তা ডেস্ক

মহামারীর প্রেক্ষাপটে চলতি বছরের আগস্টে ২০১৯ সালের একই সময়ের তুলনায় মালয়েশিয়ার রফতানির দশমিক শতাংশ পতন হয়ে হাজার ৯১৪ কোটি রিঙ্গিত বা ১৯০ কোটি ডলারে এসে দাঁড়িয়েছে। সময়ে রফতানির পতন হয়েছে দেশটির প্রায় সব খাতেই। খবর সিনহুয়া।

মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগস্টে দেশটির শিল্পজাত পণ্যের রফতানি পতন হয়েছে শূন্য দশমিক শতাংশ। এর মূলে রয়েছে লোহা, কেমিক্যাল কেমিক্যাল পণ্য ম্যানুফ্যাকচারারদের রফতানি কমে যাওয়া। এদিকে মাসটিতে দেশটির কৃষিপণ্যের রফতানি কমেছে দশমিক শতাংশ। সময়ে কমেছে কাঠ, ঢালাই পণ্য প্রাকৃতিক রাবারের রফতানি। তাছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের পাশাপাশি খনিজ পণ্যের রফতানি কমেছে ২৫ দশমিক শতাংশ।

ফলে আগস্টে সব মিলিয়ে বাণিজ্যের দশমিক শতাংশ পতন হয়ে হাজার ৪৮ কোটি ডলারে এসে দাঁড়িয়েছে। আমদানি শিপিং দশমিক শতাংশ পতন হয়ে দাঁড়িয়েছে হাজার ৫৮১ কোটি ডলারে। তবে সময়ে মালয়েশিয়ার সঙ্গে চীনের বাণিজ্যের পরিমাণ বেড়েছে। বাণিজ্য বছরওয়ারি দশমিক শতাংশ বেড়ে হয়েছে ৬৫৬ কোটি ডলার।

নিয়ে টানা তিন মাস চীনে মালয়েশিয়ার রফতানি প্রবৃদ্ধি ডাবল ডিজিটে অবস্থান করেছে। এক্ষেত্রে প্রবৃদ্ধি ২০ দশমিক শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫ কোটি ডলারে। এর মূলে রয়েছে ইলেকট্রনিকস ইলেকট্রিক্যাল (ইঅ্যান্ডই), লোহা ইস্পাতপণ্যের উচ্চরফতানি।

সোসিওইকোনমিক রিসার্স সেন্টারের নির্বাহী পরিচালক লি হেং গুই বলেন, সব মিলিয়ে আগস্টে মালয়েশিয়ার রফতানি কার্যক্রম পূর্ণ মাত্রায় ঘুরে দাঁড়াতে পারেনি। তাছাড়া এখনো দেশটির বাণিজ্য সহযোগী দেশগুলোর অর্থনীতির গতি শক্তি এখনো ঠিক আগের অবস্থানে ফিরে আসেনি। তার ধারণা, ২০২০ সালে মালয়েশিয়ার রফতানিতে শতাংশ সংকুচিত হতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন