ইসলামিক বন্ড নিয়ে চার দিনব্যাপী ওয়ার্কশপ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ড ফর ব্যাংকস অব বাংলাদেশ ইন্টারন্যাশনাল শরিয়াহ্ রিসার্চ একাডেমি ফর ইসলামিক ফিন্যান্স (ইসরা), মালয়েশিয়ার যৌথ উদ্যোগে ২৬-২৯ সেপ্টেম্বর চার দিনব্যাপী ওয়ার্কশপ অন ইসুয়্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট অব সুকুক ইন বাংলাদেশ-এর উদ্বোধনী পর্ব আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় অনলাইন প্লাটফর্মে (জুম ওয়েবিনারে) অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী ওয়ার্কশপ প্রতিদিন বেলা ২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার। বিশেষ অতিথি থাকবেন ইসরার নির্বাহী পরিচালক প্রফেসর . মোহামদ আকরাম লালদিন, অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের (এএওআইএফআই) সেক্রেটারি জেনারেল ওমর মুস্তফা আনসারী, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক মো. আখতারুজ্জামান পিএইচডি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থ সচিব আরাস্তু খান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান পিএইচডি, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমেদ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ ব্যাংক এশিয়া লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম আযীযুল হক এবং এতে মডারেটর হিসেবে থাকবেন বোর্ডের সেক্রেটারি জেনারেল মো. আবদুল্লাহ শরীফ।

সুকুক তথা ইসলামিক বন্ড বাংলাদেশের অর্থনীতিতে বিভিন্ন উন্নয়নমুখী কর্মকাণ্ডে অর্থায়নের মাধ্যমে ব্যাপক অবদান রাখবে বলে আয়োজক প্রতিষ্ঠান দুটি দৃঢ়ভাবে বিশ্বাস করে। ওয়ার্কশপের গণমাধ্যম সহযোগী বণিক বার্তা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন