২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে: তাপস

বণিক বার্তা অনলাইন

পবিত্র ঈদুর আজহায় কোরবানি করা পশুর বর্জ্য অপসারণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ২৪ ঘণ্টার মধ্যেই সব বর্জ্য অপসারিত করা হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

আজ শনিবার সকালে বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

ডিএসসিসি মেয়র বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সাথে ঈদ উদযাপন করব, কোরবানি করব। কোরবানির পর পশুর যে বর্জ্য সৃষ্টি হবে, তা আমরা দুপুর ২টা থেকে সম্পূর্ণরূপে অপসারণের কার্যক্রম হাতে নিয়েছি। ইনশাআল্লাহ গতবারের ন্যায় এবারো আমরা ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পারব।’

পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী কেউ ছুটিতে নেই জানিয়ে মেয়র ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ডিএসসিসি মেয়র বলেন, অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খলভাবে হাট পরিচালিত হয়েছে। হাট পরিচালনার পর আমরা রাত ১২টা ১ মিনিট থেকে কোরবানির পশুর হাটকেন্দ্রিক বর্জ্য অপসারণ শুরু করেছি। ইতোমধ্যে পশুর হাটের প্রায় শতভাগ বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছি।’

সূত্র: বাসস


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন