কোতয়ালী পুলিশের ‘হ্যালো অ্যাম্বুলেন্স’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের কোতয়ালী থানা এলাকার বাসিন্দাদের জন্য চালু হচ্ছে বিনা ভাড়ার ‘হ্যালো অ্যাম্বুলেন্স’ সুবিধা। সাধারণ মানুষের করোনা চিকিৎসা সেবা নিশ্চিতে এমন উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কোতয়ালী থানা। 

আগামীকাল সোমবার থেকে এই ‘হ্যালো অ্যাম্বুলেন্স’ সুবিধা পাবেন কোতয়ালীবাসী। সকাল ৯টার সময়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান ‘হ্যালো অ্যাম্বুলেন্স’ নামে নতুন এই সেবাটির উদ্বোধন করবেন।

এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, চট্টগ্রামের সাতকানিয়া এলাকার বেগম সালেহা ফয়েজ এই অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন। এই হ্যালো অ্যাম্বুলেন্স সেবাপ্রাপ্তির জন্য কোনো ধরনের টাকা দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যেই অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হবে। আমাদের কাছে অনেকে ফোন করে হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স সুবিধা পান না এমন অনেক অভিযোগ আসে।  সেজন্য আমরা এই  উদ্যোগ নিয়েছি। তাই এই হ্যালো অ্যাম্বুলেন্স। 

‘হ্যালো অ্যাম্বুলেন্স’ সেবা পেতে ফোন করতে হবে ০১৭৬৯৬৯৫৬৬৫ অথবা ৬১৯৯২২ নম্বরে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন