সুনামগঞ্জের ১১ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত

বণিক বার্তা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি। সকাল থেকে জেলাশহরের কাজিরপয়েন্ট, ষোলঘর, সাহেব বাড়ীঘাট, নবীনগর, উকিলপাড়া, মধ্যবাজার এলাকায় পানি প্রবেশ করেছে। ইতিমধ্যে জেলার ১১ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত। পানিবন্দি রয়েছে লক্ষাধিক মানুষ।

শনিবার সকাল ৯টায় সুরমা নদীর পানি বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক, দোয়ারাবাজার, জামালগঞ্জ উপজেলার সড়ক ভেঙ্গে যাওয়ায় সরাসরি সড়ক পথে জেলা সদরে সাথে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ও সুনামগঞ্জে আর তিনচারদিন বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। বন্যা পরিস্থিতি আরোও অবনতি হতে পারে।

বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

তিনি জানান, বন্যায় কবলিত মানুষদের খাদ্যসামগ্রী দেয়া এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র দেয়ার জন্য জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন