মন্ত্রী বীর বাহাদুরের শারীরিক অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। 

আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাসির উদ্দীন বণিক বার্তাকে বলেন, ওনার অবস্থা স্থিতিশীল আছে, উনি ভালো আছেন। ডাক্তারের পরামর্শে এখনও হাসপাতালে ভর্তি আছেন। তবে ওনার হালকা কাঁশি আছে। এছাড়া অন্যকোন উপসর্গ নেই।

ফলোআপ টেস্টের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত টেস্ট হয়নি বলে আমি জানি।

এর আগে ৪ জুন বান্দরবন থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের নমুনা কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। 

এর আগে গত ৬ জুন (শনিবার) টেস্টে ফলাফলে তার করোনা ‘পজিটিভ’ জানা যায়। এরপর ৭ জুন তাকে বান্দরবান সেনা জোন থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় এনে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন