রাশিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

বণিক বার্তা অনলাইন

রাশিয়ার প্রত্যন্ত পূর্ব চুকোতকা অঞ্চলে একটি বিমানবন্দরে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছে। মঙ্গলবার আনাদির কাছে চুকোতকা প্রধান বিমানবন্দরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি সামরিক ও বেসামরিক উভয় কাজেই ব্যবহার করা হতো।

স্থানীয় গভর্নর রোমান কোপিন তার টুইটার অ্যাকাউন্টে লেখেন, দুর্ঘটনার শিকার হেলিকপ্টারটিতে তিনজন ক্রু ও একজন প্রযুক্তিবিদ ছিলেন। তারা চারজনই ঘটনাস্থলে মারা গেছেন।

রাশিয়ার বিভিন্ন সংস্থা জানিয়েছে, এমআই-৮ মডেলের হেলিকপ্টারটিতে রক্ষাবেক্ষণজনিত কিছু কাজ শেষে পরীক্ষামূলক উড্ডয়ন চলছিল।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, পরীক্ষামূলক উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির কারণে সেটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে সামরিক তদন্তকারীদের পাঠানো হয়েছে।

খবর: এএফপি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন