বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি স্বাক্ষর

নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় ক্ষতিগ্রস্ত বৃহৎ শিল্প সেবা খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য (সিএমএসএমই ব্যতীত) প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত আর্থিক সহায়তার আওতায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত বিআরপিডি সার্কুলারের মাধ্যমে ৩০ হাজার কোটি টাকার ঋণ/বিনিয়োগ সুবিধা গ্রহণ/প্রদানের ক্ষেত্রে নির্দেশনাগুলো জারি করা হয়। ওই আর্থিক সহায়তা প্যাকেজের তারল্য সরবরাহ নিশ্চিতকল্পে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিআরপিডি সার্কুলারের মাধ্যমে ১৫ হাজার কোটি টাকার একটি আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে, যার আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের নভেল করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত বৃহৎ শিল্প সেবা খাতের ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ/বিনিয়োগ সুবিধা প্রদানের লক্ষ্যে পুনঃঅর্থায়ন স্কিমের একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের জাহাঙ্গীর আলম কনফারেন্স সেন্টারে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের নির্বাহী পরিচালক (ইডি) মো. মাসুদ বিশ্বাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের মহাব্যস্থাপক মো. শহীদুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংকের এসভিপি হেড অব সিআরএমডি শামীম আহমেদ এবং এফভিপি, সিআরএমডি মো. মোস্তাহিদুর রেজা চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন