মিথ্যা ঘোষণায় শিশুখাদ্য এনে ৬০ লাখ টাকার রাজস্ব ফাঁকি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

মিথ্যা ঘোষণায় মালয়েশিয়া থেকে আনা শিশুখাদ্যের (ল্যাকটোজেন) একটি চালান জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। আমদানি নথিতে অলিভ ও বাদাম আমদানির ঘোষণা দিলেও আনা হয়েছে দুই হাজার কার্টন (২১ হাজার কেজি) উচ্চ শুল্কের শিশুখাদ্য । চালানটিতে প্রকৃত শুল্ক ৬৮ লাখ টাকা । কিন্তু আমদানিকারক মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক পরিশোধ করে ৮ লাখ ৬০ হাজার টাকা । অর্থাৎ প্রায় ৬০ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা করা হয়েছিলে । 

কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিচার্স (এআইআর) শাখার সহকারী কমিশনার নূর এ হাসনা সানজিদা অনসূয়া বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন।

কাস্টমস সূত্রে জানা গেছে, মালয়েশিয়া থেকে ঢাকার চকবাজার ৬৫, মৌলভীবাজার ঠিকানার মেসার্স সিয়াম এন্টারপ্রাইজের নামে অলিভ অ্যান্ড পিনাট ঘোষণায় চালানটি আসে। এটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের আগ্রাবাদ ঠিকানার সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান খান এন্টারপ্রাইজ। গোপন সংবাদের ভিত্তিতে চালনটি যাচাই করতে গিয়ে ইনভেন্ট্রিতে ২১ হাজার ৬০ কেজি ল্যাকটোজেন পাওয়া যায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন